প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তুমি যাযাবর

এস এম সাদেকুল ইসলাম

পরদেশির বাসি তুমি
তুমি যাযাবর,
আপনা দেশে চলে যাবে
কস্মিনকালেও ফিরে না আসিবে
আপন যাদের মেনে ছিলে
সবই হবে পর।

সকল বাঁধন ছিন্ন হবে
আলো থেকে অন্ধকারে,
ভবের সঙ্গ ত্যাগ করিয়া
পাড়ি দিবে পর- পাড়ে।

সেথায় না রহিবে কেনা-বেচা
মরণ নাই তো অমর বাঁচা
থাকবে সেথায় দুই জিনিস ঐ
হাসি আর ক্রন্দন,
কর্ম ফলন এলান হইবে
আমল গুনে পাশ করিবে
সুখ ও সম্ভোগে সেথা
থাকবে চিরন্তন।।

বাসনা তোমার বাঁসি হইবে
কামনা হইবে তাজা,
আমল শুন্য পাকরাও হইবে
মিলিবে শুুধুই সাজা।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন