প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় অতিবাহিত করছেন স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক

আশিক হাসান সীমান্তঃ প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।

তিনি রাজবাড়ী-২ নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক হচ্ছে ঈগল।
এসময় নুরে আলম সিদ্দিকী হক বলেন, প্রতীক পাওয়ার পর থেকেই আমি নির্বাচনী প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। এতে রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী এলাকার নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত সাধারণ মানুষের ব্যাপক সারা পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর সর্বস্তরের মানুষ ঈগল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে ব্যবধানে আমাকে নির্বাচিত করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে । কারণ পাংশা বালিয়াকান্দি ও কালুখালীর আওয়ামীলীগের প্রকৃত নেতাকর্মীরা দীর্ঘ দিন দূর্বিসহ জীবন-যাপন করছেন। তাদের এই দূর্বিসহ জীবন থেকে রক্ষা করতে আপনাদের দোয়া, ও ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাংশা বালিয়াকান্দি ও কালুখালীর উন্নয়ন করতে চাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন