প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নৌকা মার্কার পথ সবাই বক্তব্য রাখছেন নরসিংদীর জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ অদ্য 21/12/23 ইং বৃহস্পতিবার বিকেলে নরসিংদী 3 শিবপুর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী ফজলে রাব্বির খান এর সমর্থনে ইটাখোলা গোল চত্বর সিএনজি স্টেশনে পথসভায় নাজমুল কবির আনোয়ার মাস্টার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী 3 শিবপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ফজলে রাব্বি খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ২ পলাশ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রিমি। ঘোড়াশাল পৌরসভার মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহসিন নাজির,প্রমোখ। মহসিনা জান্নাত রিমি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে ফজলে রাব্বি খান কে নির্বাচিত করে শিবপুরে উন্নয়নকে চলমান রাখতে তিনি সকলকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেওয়া আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন