প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কালিহাতীতে ফাতিমা নওরীন মেরী’র নেতৃত্বে নৌকা মার্কার বিশাল গনসংযোগ

শুভসাহা,বিশেষপ্রতিনিধি:

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কালিহাতীর অধীনস্ত বাগুটিয়াতে নৌকা মার্কার স্বপক্ষে উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও নারী নেত্রী ফাতিমা নওরীন মেরীর নেতৃত্বে(২০.১২.২০২৩)ইং,
রোজ বুধবার বিকেল ৪ঘটিকায় এক বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

এ গণসংযোগকারী বৃহৎ মিছিলটি বাগুটিয়া বাজারের উল্লেখযোগ্য বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়মীলীগ আঞ্চলিক কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় ফাতিমা নওরীন মেরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান,নৌকা মার্কা বঙ্গবন্ধু’র আদর্শের প্রতীক,নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক,নৌকা মার্কা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের প্রতীক।

তিনি আরও বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাতবারের সফল সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে আগামী(৭ই জানুয়ারী)সারাদিন নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংড়া ইউনিয়ন পরিষদ থেকে বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ।

ওই সময় বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সহ যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ওই সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভসাহা,
বিশেষপ্রতিনিধি:

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন