প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রুমা জোন কর্তৃক পাইন্দু ইউনিয়নে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

রুমা সংবাদদাতা: বান্দরবানের রুমা উপজেলার ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী
বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ডিসেম্বর) দুপুরে রুমা জোন কর্তৃক পাইন্দু ইউনিয়নের মুন্নাম পাড়া, বাসত্লাং পাড়া ও আরথাই পাড়ায়
এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও আরথাই পাড়া, মুন্নাম পাড়া ও বাসত্লাং পাড়া প্রাথমিক বিদ্যালয় এর সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করেছে রুমা সেনা জোন।
এসময় অসহায়দের মাঝে সুচিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের মুন্নাম পাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রিফাত উদ্দীন ভূঁইয়া, মেডিক্যাল অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী কর্তৃক পাড়াবাসীদেরকে আশ্বাস প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন