প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গঙ্গাচড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই হবে এিমুখী

মাটি মামুন রংপুর: রংপুর জেলার গঙ্গাচড়ায় লড়াই হবে মুলতঃ এিমুখী লাঙ্গল-ট্রাক-কেটলি প্রতীকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ সংসদ আসেন অংশ গ্রহণ করা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তা। এরই অংশ হিসেবে সোমবার ১৮ /২০২৩ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার ছয়টি আসনের ৩৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। জানা গেছে, রংপুর-১ গংগাচড়া ও রংপুর সিটির ১ থেকে ৮ নং ওয়ার্ড আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় যুব পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ কে লাঙ্গল। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সাবেক মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা কে ‌‌ ট্রাক মার্কা। গংগচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কে কেটলি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন কে হাতুড়ি। তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী কে সোনালী আঁশ। ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান কে আম। বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় কে ডাব। স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন কে মোরগ এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শাহীনুর আলম কে ঈগল প্রতীক পেয়েছেন। এই আসন থেকে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী এ্যাডঃ রেজাউল করিম রাজুকে প্রত্যাহার করে নিয়েছেন। ভোট যুদ্ধে এ আসনে নয়জন নির্বাচনী লড়াইয়ে থাকলেও মূলত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক ও কেটলি প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবে। বর্তমানে রংপুর-১ আসনে নয়জন, প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন