নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ ১৫ বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছেন মেজর জেনারেল ( অবঃ) আবদুল হাফিজ মল্লিক। বাকেরগঞ্জবাসীর প্রত্যাশা ছিল এবার যেনো নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ থেকে হয়। জনগণের প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল হয়েছে এ আসনে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে স্বতন্ত্র প্রার্থী নিয়ে। জনাব শামসুল আলম চুন্নু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ফলে কর্মীরা হয়েছে দ্বিধাবিভক্ত। দু’জনই সজ্জন এবং ক্লিন ইমেজ সম্পন্ন ব্যক্তিত্ব। জনাব হাফিজ মল্লিক এমপি হ’লে মন্ত্রী হবে বলে জনগণ আশাবাদী । এ আসনে আওয়ামীলীগের দুই প্রার্থীর মধ্যে বেশ জমজমাট লড়াইয়ের সম্ভাবনা। ১৫ বছর আশাতীত উন্নয়ন না হওয়ায় জনগণ উন্নয়নকে প্রাধান্য দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিবে। জনগণ “বাকেরগঞ্জ জেলা ফিরে পেতে চায়”, তাই এ দাবীর সাথে যে প্রার্থী সহমত প্রকাশ করবে নিঃসন্দেহে সে এগিয়ে যাবে বলে সুধীমহল মনে করছে। এছাড়া, যোগাোযোগ ব্যবস্থার বেহাল দশা, নদী ভাঙ্গন ও কৃষিজমি কর্তন করে মাটি বিক্রয় এলাকার বড় সমস্যা।