প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আত্রাইয়ে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সামসুজ্জামান সেন্টু আত্রাই উপজেলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নবাগত অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের সাথে উপজেলার সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩ টার সময় থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার মাহমুদ হক (উত্তাল), সাধারণ সম্পাদক কাজী রহমান, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার, সাধারণ সম্পাদক আবু হেনা, সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সামসুজ্জামান সেন্টু, খন্দকার আব্দুল মালেক, শাহাদুল বাবু, আজাহার আলী, ফরিদ উদ্দিন মন্ডল, আল-আমিন, নাহিদ ইসলামসহ উপজেলার সকল সাংবাদিক এবং থানা তদন্ত (ওসি) লুৎফর রহমান উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে অফিসার ইনচার্জ বলেন, সাংবাদিক জাতির বিবেক তাই সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমি আমার সততা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে কাজ করে আত্রাই উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন