প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবকের উপর হামলা গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি

বাদশা আলমগীর
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চর ভূরুঙ্গামারী ইউনিয়ণের বাণিয়াটারী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে যুবকের উপর হামলা করা হয়েছে।জানাযায়, মোঃ সজীব মিয়া (২০)একই গ্রামের বাসিন্দা মোঃ জাহিদ হাসান মিলু (২৮) পিতা মোঃ শফিয়ার রহমান মিস্তি পূর্ব পরিচিত হওয়ার সুবাদে চলা ফেরা করত। ঘটনার দিন ১৬-০৯-২৩ইং রাত আনুমানিক (৮.৩০) ঘটিকার দিক আমি বাবুর হাট বাজারে যাওয়ার পথ অবরোধ করে সন্দেহ মুলক পুকুরে মাছ চুরি যাওয়ার বিষয়ে কথা বলে অতর্কিত হামলা চালায় জাহিদ হাসান গং।হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা (কারেন্টের তার) আঘাত করে,কিল ঘুষি মারতে থাকে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি চোখ খোলার পর নিজেকে সরকারি হাসপাতালে অনুভব করি।

এদিকে ভুক্ত ভোগীর বাবা জানায়, আমার ছেলের সাথে জাহিদের আগে থেকেই পরিচিত। আমার ছেলেকে বিনা অপরাধে ফিল্মি স্টাইলে হামলা চালায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এলাকা বাসি জানায়, জাহিদ একজন দুষ্ট প্রকৃতির ছেলে মাঝেমধ্যেই অকারনেই এলাকার ছেলেদের সাথে হামলা ও মারধর করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সজীব জানায় আমরা একসাথে চলাফেরা করি ঘটনার দিন আমাকে ফোনে ডেকে নিয়ে বলে তুই আমার পুকুর থেকে মাছ চুরি করেছিস আমি কথা বলার আগেই আমাকে এলোপাথাড়ি মারধর করে। উপরোক্ত ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) উপজেলা শাখায় অভিযোগ দেওয়া হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন