প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর জামুর্কী গুচ্ছ গ্রাম জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  1. আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ মির্জাপুর জামুরকী গুচ্ছ গ্রাম জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৮ই ডিসেম্বর ২০২৩ ইং সোমবার বাদ আছর হইতে মসজিদ প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয় ।

পেশ ইমাম অত্র মসজিদের হাফেজ জাহিদুল ইসলাম সাহেবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ জুবায়ের সাহেব, খুলনা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাইফুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক হযরত বেলাল( রা:) জামে মসজিদ ও নুরানী হেফজুখানা মাদ্রাসা , গুনটিয়া মির্জাপুর টাঙ্গাইল ।
বিশেষ অতিথি ছিলেন জনাব ডি এ মতিন চেয়ারম্যান জামুর্কী ইউনিয়ন পরিষদ ।
জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান রাসেল, সদস্য সচিব, গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা । জনাব মোঃ সোহেল তাজ সদস্য সচিব গণ অধিকার পরিষদ মির্জাপুর টাঙ্গাইল ।
এছাড়াও এলাকার ধর্ম প্রান মুসল্লী অন্যান্য বক্তা অতিথিগণ এসময় উপস্থিত ছিলেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন