প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দর্শনা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ৬টায় দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার নিবাসী মৃত রফিক উদ্দিন মল্লিকের বড় ছেলে দর্শনা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল৬২ বছর।সে স্ত্রী,দু’ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।বাদ আসর শ্যামপুর সরকারী কবরস্থানে তার ছোট ছেলে জানাজার নামাজের ইমামতি করেন।পরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।জানাজায় সংক্ষিপ্ত আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মনজু,দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ১৮/১২/২৩

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন