প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে অবৈধ ভারতীয় ঔষধ সহ যুবক আটক

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও কসমেটিক সহ মো.হানিফ (৪২) কে আটক করেছে রামগড় থানা পুলিশ।

আটককৃত মো.হানিফ পৌরসভার বল্টুরামটিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।

রবিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মো.ফরহাদুল হক সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের বিশেষ অভিযানে ১৪ প্রকার অবৈধ ভারতীয় ঔষধ ও কসমেটিক সহ বল্টুরামটিলা এলাকা থেকে মোঃ হানিফ কে আটক করা হয়েছে। জব্দকৃত ঔষধ ও কসমেটিক এর আনুমানিক বাজার মুল্য ২লক্ষ ৮৪ হাজার তিনশ দশ রুপি।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান,সীমান্ত এলাকায় অবৈধ মালামাল বহন সংক্রান্ত আইনে আসামীর বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন