প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে ট্রাক-প্রতিক পেলেন জয়নাল হাজারী

নারায়নগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ (১)রূপগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক বরাদ্দ পেলেন মো:জয়নাল আবেদীন চৌধুরী (হাজারী)৷ ১৮ ডিসেম্বর সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাকে এ প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক।এসময় উপস্থিত ছিলেন মো:জয়নাল আবেদীন চৌধুরী (হাজারী) আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি ফিরোজ মাহমুদ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিন্টু সহ-সভাপতি তোফাজ্জল হোসেন,রবিন চৌধুরী প্রমুখ৷ জয়নাল আবেদীন চৌধুরী জানান আমি জনগণের সামর্থ্য নিয়ে নির্বাচনে এসেছি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী,সুষ্ঠ নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ,আমি নির্বাচিত হলে সব থেকে বেশি প্রাধান্য পাবেন রূপগঞ্জের কৃষকেরা রূপগঞ্জে একটি যুবক বেকার থাকবে না মাদক মুক্ত রূপগঞ্জ গড়বো সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাশে থাকবো ইনশাল্লাহ৷

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন