ফরিদপুর প্রতিনিধি: ভাঙ্গায় হয় ঢাল, সড়কি থাকবে নয়তো ওসি থাকবে ওসি এম এ জলিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ এম এ জলিল যোগদান করে সাংবাদিকদের সঙ্গে এক পরিচিতি সভায় বলেছেন, ভাঙ্গা উপজেলায় হয় ঢাল, সড়কি থাকবে নয়তো আমি জলিল থাকবো। কিন্তু দুই জিনিস একসঙ্গে থাকবে না। আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠিন হস্তে দমন করার ঘোষণা দেন তিনি। আইন-শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স ঘোষণাও করেন। সেই সাথে ওয়েলকাম,মাদক,বাল্যবিবাহ, মারামারি, দালালি এসব নির্মূলে চেষ্টা চালিয়ে যাবেন। তিনি সাংবাদিক সহ ভাঙ্গা উপজেলার জনগণের সহযোগিতা কামনা করেন। থানার দরজা জনসাধারণের জন্য সব সময় খোলা থাকার কথাও জানান। ১৭ ডিসেম্বর( রবিবার) সন্ধ্যার পরে ভাঙ্গা প্রেসক্লাবের(একাংশের) সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীমের নেতৃত্বে ভাঙ্গা প্রেসক্লাবের এক ঝাঁক কলম সৈনিক নিয়ে পরিচিতি সভায় অংশ নেন।