প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জমিয়তুল ওলামা ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মার্কাজি পরীক্ষার পুরস্কার বিতরণ

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম

জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক আয়োজিত (১৪৪৪-৪৫) হিজরী মোতাবেক ২০২৩সালের মার্কাজি পরীক্ষায় অংশ গ্রহণ কারী মেধা তালিকার ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম
বোয়ালখালী উপজেলার কধুরখীল মিফতাহুল উলুম মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী কধুরখীল মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান।
উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তুল শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা কে.এম.আলমগীর মাসউদ আরবনগরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের সভাপতি মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সেহাবুদ্দীন,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি রাউজান সায়্যিদুস শুহাদা মাদরাসার মুহতামিম মাওলানা হাজী ইউছুপ, বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গশ্চি ইমদাদুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা শফিউল আলম, অর্থ সচিব ও কান্দি পাড়া মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারী শহীদুল্লাহ, সহ সভাপতি ও সওদাগর পাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল গফুর,বদুপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুচ্ছমি ,লাম্বুর হাট মাদরাসার মুহতামিম মাওলানা হারুন, কুয়েশ আশরাফিয়া কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার,শুরা সদস্য ও কচুখাইন মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল্লাহ রামুভী, খলিলাবাদ মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা নুরুল হক, ইউ এ ই দুবাই শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম মাদার্শাহী,দলই নগর মদিনাতুল উলুম মাদরাসার মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, নোয়াপাড়া দারুল উলুম মাদরাসার সচিব মাওলানা কলিমুল্লাহ,
মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা এহছানুল করিম,মুফতি মাহমুদুল করিম, মাওলানা ইছহাক বেতাগী, মাওলানা নেজাম উদ্দিন।ছয় উপজেলার মার্কজী পরীক্ষায় উর্ত্তীণ মেধা তালিকার ২৭ ছাত্র কে নগদ অর্থ সহ পুরস্কৃত করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন