প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রায়পুরায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

পারভেজ মোশারফ: রায়পুরা নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় জুয়েল (৪৫) নামে ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা রায়পুরা মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শে কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এ যুবকের মৃত্যু হয়। সে উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের মোকসেদ ভূইয়ার ছেলে। সাথে এক সন্তানের পিতা ছিলেন তিনি। স্থানীয়রা জানান, দীর্ঘ ৫ বছর আগে একটি প্রাইভেট ঔষধ কোম্পানিতে চাকরি করতেন। মানুষিক ভারসাম্যহীন হওয়ার পর তার চাকরি চলে যায়। ভারসাম্যহীনতায় বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেন। সোমবার সকালে মেথিকান্দা রেল স্টেশনে পশ্চিম পাশে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। এসময় মেথিকান্দা স্টেশন মাষ্টার রেজুয়ান বলেন, আমি শুনেছি সে ভারসাম্যহীন রোগী ছিলেন। রেল লাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। পরে রেলওয়ে থানায় কল দিয়ে লাশ স্থানান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন