প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফুলবাড়ীতে ইয়ুথ মেনুফেস্টো হস্তান্তর সভা অনুষ্ঠিত

 আলমগীর হোসেন আসিফ কুড়িগ্রাম ফুলবাড়ী ,প্রতিনিধিঃ রবিবার ১৭ ডিসেম্বর বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়ুথ মেনুফেস্টো হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনে প্রার্থীগণ তাদের নির্বাচনী ইস্তেহারে যুবদের দাবিসমূহ অন্তর্ভুক্ত করবেন বলে উপজেলার যুব সমাজ প্রত্যাশা ব্যক্ত করেন। যুবদের দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শিক্ষা, কর্মসংস্থান, শিল্পোদ্যোগ ও দক্ষতা। দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা। স্বাস্থ্যসেবা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য। পরিবেশ ও জলবায়ু কর্মসূচি। জ্বালানি ও অবকাঠামো। তথ্য প্রযুক্তি। উপরিউক্ত বিষয়ে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কাজ করবেন বলে যুব সমাজ আশা করেন। বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার(রতন) যুগ্ম সাধারণ সম্পাদক দেলোযার হোসেন, মৎস্য মৎস্যজীবীলীগের আহবায়ক আতাউর রহমান রতন, উপজেলা মহিলালীগের যুগ্ন আহবায়ক জেসমিন নাহার, দৈনিক যুগান্তর পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মজনু। ফুলবাড়ি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজার রহমান, সদস্য জামার উদ্দিন, এনামুর হক বসুনিয়া,একশনএইড বাংলাদেশ এর ইন্সিরেটর এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা ফুলবাড়ী এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন