প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মানবিক সাহায্যের আবেদন

হাজী মো লুৎফুর রহমান রাকিব: ছেলেটি ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে সারাদিন ঘোরাঘুরি করছে সাহায্য চাচ্ছে। সে বলছে সবাই ৫/১০ টাকা দিয়ে দেয়।কেউ আমাকে হাসপাতালে নিয়ে যায় না,আমি বললাম চন্ডিবের হাসপাতাল যাও নাই সে বলল গিয়েছিলাম তারা বলে এখানে কোন চিকিৎসা নাই বলে বের করে দেই।সে বলছে মাথার ব্যাথায় অনেক দিন ধরে ঘুমাতে পারছে না।আর এই মাথা দেখে কোন হোটেলে খেতে দিচ্ছে না।ভৈরবের অনেক স্বেচ্ছাসেবক দল আছে অনেক মানবতা ফেরিওয়ালা আছে।দেখেন না সবার সহযোগিতা যদি সে বেঁচে যায়।কেউ যদি ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করিয়ে দিত?????যদি কিছু করতে না পারি …! অন্তত শেয়ারের মাধ্যমে মানবিক ফেরিওয়ালাদের পাশে খবটা পৌছিয়ে দিয়েন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন