প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

একটি নিখোঁজ সংবাদ

হাজী মো লুৎফুর রহমান রাকিব: আফরিন জাহান নিঝুম (১৯)বাক শ্রবণ প্রতিবন্ধী, মেয়েটি জামালপুর সদর থানাধীন চালাপাড়া সাকিনস্থ শ্রবণ প্রতিবন্ধী স্কুলের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত। এমতাবস্থায় প্রতিদিনের ন্যায় ইং ১৭/১২/২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯:৫০ ঘটিকার সময় মেয়েটি তাহার বিদ্যাপিঠে যাওয়ার কথা বলিয়া বাড়ি হইতে বের হয়ে যায় পরবর্তীতে একই তারিখ দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক রিনা ম্যাডামকে মেয়েটির মা শারমিন আক্তার মুক্তা, ম্যাডামকে ফোন দিয়ে মেয়েটার কথা জিজ্ঞাসা করেন তখন ম্যাডাম বলেন আফরিন জাহান নিঝুম স্কুলে আসে নাই, এই কথাটি শোনার পর মেয়েটির মা তাহাদের পরিবারের লোকজন নিকটতম আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করিয়া আফরিন জাহান নিঝুমের কোন সন্ধান পায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন