প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বিজয় দিবস উদযাপন

মোঃরেজাউল করিম বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত শনিবার (১৬ই ডিসেম্বর) সকাল ১১:০০ ঘটিকার সময় অত্র কলেজের অডিটোরিয়াম রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভ অর্জনে পুষ্প স্তবক অর্পণ। পরে কলেজের ভিতরে সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ পুষ্প স্তবক অর্পণ করেন। অনুষ্ঠান চলাকালীন কুইজ প্রতিযোগিতা ও প্রাত্যহিক সমাবেশে কোরআন তেলাওয়াত,গীতা পাঠ,জাতীয় সঙ্গীত, হালকা শারীরিক কসরৎ,শপথ বাক্য পাঠ, পরে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন কমিটির আহবায়ক জনাব মোঃ পারভেজ সাজ্জাদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব তাহমিনা জাহান শিলা ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, বিশেষ অতিথিঃ বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস চন্দ্র, সাবেক কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জনাব মোঃ আব্দুস সালাম মিয়া সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলাম শিক্ষা বিভাগ, জনাব মোঃ নজরুল আজম লিটন, সরকারি অধ্যাপক বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান বিভাগ, জনাব মোঃ জামিল হোসেন সম্পাদক শিক্ষক পরিষদ ও বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ ও অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। মোঃরেজাউল করিম বিশেষ প্রতিনিধি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন