প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বাগেরহাটে বিজয় দিবস উপলক্ষে গাঙচিলের আলোচনা সভা

 বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বিজয় দিবস উদযাপন ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে গাঙচিলের আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। রবিবার(১৭ডিসেম্বর) বিকালে, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার লুনা, অর্থ সম্পাদক মোঃ ওমর আলী ,দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম অতিথি সদস্য শেখ ইকবাল হোসেন লাভলু প্রমূখ। আলোচনা সভার শেষে বিজয় দিবসের স্মৃতিচারণ ও বাগেরহাট হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং পরে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন