প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুরের পীরগাছায় আলহেরা মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 মোঃ হাফিজার রহমান পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় গতকাল আলহেরা মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। শিক্ষার্থী আল ইমরাম ও আয়শা সিদ্দিকার সঞ্চালনায়, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পাওটানাহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম মন্ডল, আবুল হাশেম সিদ্দিকী, মাদ্রাসার চেয়ারম্যান শাহজাহান সিরাজ মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুবেল ইসলাম, পীরগাছা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, অভিভাবক মাওলানা হাফেজ মোঃ মিজানুর রহমান, মাওলানা আবু বক্কর, শিক্ষার্থী সাব্বির রহমান, ফাহিম মিয়া, নাহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস ছালাম মন্ডল। শেষে অতিথিদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন