পারভেজ মোশারফ, রায়পুরার নরসিংদীর রায়পুরায় ইট বুঝাই ট্রলির ধাক্কায় মোবারক হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রাম থেকে আসার পথে ইট বুঝাই ট্রলির ধাক্কায় নিহত হয়। নিহত যুবক একই ইউনিয়নের হাসনাবাদ পশ্চিম পাড়ার বিলপার গ্রামের আঙ্গুর মিয়ার মেঝু ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেনের নিজ বাড়িতে কাজ করার জন্য রবিবার সকালের দিকে নলবাটা গ্রামের জিয়াউল হকের ইটভাটা থেকে ইট বুঝাই ট্রলি নিয়ে নিজ বাড়িতে আসার পথে বাড়ির কাছাকাছি বিলপারে পৌঁছালে ইট বুঝাই ট্রলিটি রাস্তা থেকে স্লিপ কেটে নিহত যুবকের বুকের উপরে ট্রলির একটি চাকা উঠে যায়। পরে একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রলির ধাক্কায় আহত হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্মরত ডাক্তার যুবকে মৃত ঘোষণা করেন। আমীরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, নিহত মোবারক হোসেনের পরিবার যদি থানায় কোন অভিযোগ দায়ের করেন। তাহলে অভিযোগের তদন্ত সাপেক্ষে সষ্ঠু আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।