প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাউজানে এন.কে জাগরণ ক্লাবের ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্ট-২৩ এর খেলা অনুষ্ঠিত

মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম

রাউজান পৌরসভার এন.কে জাগরণ ক্লাবের উদ‍্যোগে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্ট-২৩ এর খেলা ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার পশ্চিম পাশ্বস্থ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর যুবলীগের সভাপতি হাসান মােহাম্মদ রাসেল। উদ্বোধক ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ইমরান হোসাইন ইমু। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউছুপের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি। স্বাগত বক্তব্য রাখেন এন কে জাগরণ ক্লাবের উপদেষ্টা হাসেম।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিস ইসলাম, শামসুল হক, সহ সভাপতি দেলোয়ার হোসেন, মোহাম্মদ আশরাফুল, কার্যনির্বাহী সদস্য ইয়াসিন, হযরত আলী, মোহাম্মদ আরিফ, চান মিয়া, মোহাম্মদ জয়নাল, হান্নান, রমজান মাঝি, হারুন, সালাম, জলিল, মহিলা সদস্য শারমিন, রাজু, আমিন সহ অন‍্যান‍্য সদস্যবৃন্দ। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সবুজ মাঝির দল বনাম কাজল মাঝির দল। খেলায় সবুজ মাঝির দল ৫২-৩২ পয়েন্টে কাজল মাঝি দলকে হারায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন