প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নারায়নগন্জ জেলা কমিটির উদ্যোগে

ফাতেমা আক্তার মাহমুদ ইভা নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ হিউম্যান এইড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে স্মৃতি স্তম্বে পুস্প-স্তবকের মধ্য দিয়ে দিবসটির মাস ব্যাপি কর্মসূচি ঘোষণা করেন, সংস্থার সভাপতি : মোঃ শাহ্ আলম। এই উপলক্ষে আমাদের মাঝে এখনো যে সকল মুক্তি যোদ্ধা দেশের স্বাধীন সার্বভোমত্ব রক্ষার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে দেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সাংগঠনিক কার্য্যক্রম কে শক্তিশালী করার জন্য কাজ করছেন,সে সকল মুক্তিযোদ্ধাদের মূল্যায়ণে অনুষ্ঠানের আয়োজন ও মানবাধিকার সংরক্ষণ হিউম্যান এইড আন্তর্জাতিক মানবাধিকার নিশ্চিত করণীয় আলোচনা সভা,মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে সমাজের দায়িত্ব বোধ কে কাজে লাগানোর জন্য বিভিন্ন কর্মশালা আয়োজন করা। আরোও দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আকতার,সহ-সভাপতি এ,বি, এম, জাকারিয়া,সহ-সভাপতি মামুন আকন,পরিকল্পনা ও বার্তা সম্পাদক মোঃ শাজাহান চৌধুরী মাসুম ও উপস্থিত সকল সদস্য সদস্যাদের বক্তব্যের মাঝে মানবাধিকার নিশ্চিত করণীও এর মাধ্যমে সুস্থ সুন্দর সমাজ ঘটনের পটভূমি পরিবর্তন সম্ভব। শোভাযাত্রাটি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শেষ হয় চাষাড়া বিজয় স্তম্বে,পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন