প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রুমায় আমতলী পাড়া বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শৈহ্লাচিং মারমা রুমা সংবাদদাতা: বান্দরবানের রুমায় আমতলী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ”বঙ্গবন্ধুকে আরো জানবে শিশুরা” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ রোববার সকাল ১০ টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা। এসময উপস্থিত ছিলেন রুমা সদর ইউপি ৫নং ওয়ার্ডের মেম্বার অংসিনু মারমা, ৬নং ওয়ার্ডের মেম্বার মেমং মারমা, মহিলা মেম্বার ক্রাসংউ মারমা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া গতকাল শনিবার মহান বিজয় দিবস উদযাপনের সময় কুচকাওয়াজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী পাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মংথোয়াইসা মারমা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন