প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের ওপারে অনুপ্রবেশ কালে বিএসএফের গুলিতে দু বাংলাদেশীর মৃত্যু

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার বাড়াদী সীমান্তে শনিবার রাতে বিএসএফের গুলিতে দু বাংলাদেশীর মৃত্যু হয়েছে। শনিবার মাঝরাতে ভারতে অনুপ্রবেশের উদ্যেশ্যে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজিদুল হক (২৬) ও একই পাড়ার মোঃ শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (২৮) পাশের গ্রাম বাড়াদী সীমান্তের দিকে যায়।যাওয়ার আগে রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন প্রতিবেশীকে বলে আমরা বাড়াদি সীমান্তের দিকে যাচ্ছি। মাঝ রাতে এলাকাবাসী কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। ধারনা করা হচ্ছে ওই সময় অনুপ্রবেশ কালে তাদেরকে গুলি করা হয়।রবিবার সকালে বিজিবি ওই দুই বাংলাদেশির নিহতের খবর তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়। পারকৃষ্ণপুর-মদনা ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান বলেন, ‌‘আমার ওয়ার্ডের সাজিদুল ও মঈনউদ্দিন রাতে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যায়। সেখানে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে তাদের মৃত্যু হয়। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছে বলে জেনেছি। লাশ সেখানেই আছে। পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম জানান,মাঝরাতে ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছি।তবে এখনও পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।তবে লাশ ফেরত নিতে পরিবারের লোকজন স্থানীয় বাড়াদি বিজিবি ক্যাম্পে লিখিত জানিয়েছে। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ১৭/১২/২৩

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন