প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

বান্দরবানে এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদদাতা: গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বান্দরবানের ২এপিবিএন। সংশ্লিষ্টরা জানায়, ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, বান্দরবানের অপারেশন্স সিসি নং২৪৩/২৩, তারিখঃ ১৫/১২/২০২৩ খ্রিঃ মূলে এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ জেলার সদর থানাধীন রেইছা বাজার এলাকায় রাত আটটা ৫০মিনিটে অভিযান পরিচালনা করা হয়। এসময রেইছা বাজার যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীসহ এক কেজি মাদকদ্রব্য গুল্ম জাতীয় গাঁজা শাহেদুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। সে চট্টগ্রামের সাতকানিয়া থানার ডেলি পাড়ার বাসিন্দা আব্দুল জালাল আহমদ এর ছেলে। আটকের সময় পিতা-আব্দুল জালাল আহমদ, মাতা-জুলেখা বেগম, সাং-ডেলি পাড়া, জনার কেওঁচিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গুল্মজাতীয় গাঁজা, একটি সবুজ রংয়ের সিেনজি ও অ্যান্ড্রয়েট মোবাইল একটি সবুজ রংয়ের সিএনজি আলামত হিসেবে জব্দ করা হয়। এপিবিএন সূত্র জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ডিসেম্বর ১৬তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন- ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নঙ-১১। এপিবিএন সংশ্লিষ্টরা জানায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক দ্রব্যের অবৈধ ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শৈহ্লাচিং মারমা রুমা প্রতিনিধি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন