প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট সদর ৩ আসনে অ্যাড. মতিয়ার রহমান কে এমপি হিসাবে দেখতে চায় জনগণ

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন, অ্যাড: মতিয়ার রহমান লালমনিরহাট সদরে ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মতিয়ার রহমান বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ লালমনিরহাট চেয়ারম্যান। লালমনিরহাট সদর তথা জেলাব্যাপী যার তৎপরতায় মুখরিত হয় আন্দোলিত হয় নিপীড়িত এই জনপদ। লালমনিরহাট জেলায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেপথ্যে থাকা একমাত্র পাওয়ার হাউজ । আওয়ামী রাজনীতির এক মহাকাব্যিক চরিত্রের নাম জননেতা এডঃ মতিয়ার রহমান এর তৃণমূল আওয়ামী রাজনীতির এই প্রাণপুরুষ এর রাজনৈতিক জীবন কে খাতা কলমে প্রকাশ করার সাধ্য নাই। তবুও শব্দশ্রমিক কে যদি জননেতা এডঃ মতিয়ার রহমান এর রাজনৈতিক জীবন কে প্রকাশ করার ধৃষ্টতা দেখাতে বলা হয় , তবে শব্দশ্রমিক অকপটে বলবে ১৯৭০ এর নির্বাচনে সময়ে বঙ্গবন্ধুর চেতনায় অনুপ্রানিত হয়ে রাজনৈতিক আত্মপ্রকাশ করেন আর বাকিটা ইতিহাস। ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর পাকিস্থানের প্রথম ও শেষ সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করে। ক্ষমতা হস্তান্তর কে ঘিরে পাকিস্থানীদের টালবাহানা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের রুপরেখা আরো বেগবান করে। সেই উত্তাল পরিস্থিতিতে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্র মতিয়ার রহমান নৌকা মার্কার নির্বাচনি প্রচারনায় অংশ নেন এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেন। • মুক্তিযুদ্ধে বাঙালীদের বিজয়ের পর ১৯৭৩ এবং ১৯৭৪ সালে তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের কমিটির সাধারন সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হয়ে অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। • ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাঙালীর ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়ের সৃষ্টি হয়। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাম যখন মুখে নেয়া দায় , সেই দুঃসহ পরিস্থিতিতে ছাত্রলীগের কর্মসূচী অত্যান্ত গোপনীয়তার সাথে পরিচালনা করেন জনাব মতিয়ার রহমান। • ১৯৭৭ সালে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ লালমনিরহাট সরকারী কলেজে অধ্যয়নরত অবস্থায় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। লালমনিরহাট সদরে গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করেন। এমপি নির্বাচিত হলে লালমনিরহাট সদরের উন্নয়ন মূলক কাজ কর্ম গুলো সুসম্পূর্ণ করবেন জনগণের মাঝে বলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন