প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

যথাযথ মর্যাদায় নিমাইদিঘী আদর্শ কলেজে মহান বিজয় দিবস পালিত

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার বগুড়া: আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। যথাযথ মর্যাদায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘী আদর্শ কলেজে দিনের শুরুতে সূর্যোদয়লগ্নে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতঃপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক প্রদানের পর বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিমাইদিঘী আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি মোফাজ্জল হোসেন মায়া, অত্র কলেজের অধ্যক্ষ ওসমান গণি, শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দসহ ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন