প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় ও কলেজে বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

 হবিগঞ্জ প্বিরতিনিধি: গঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্ণিং বডির সদস্য, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ শিক্ষার্থীদের অবিভাবক বৃন্দ। মহান বিজয় দিবসের উদযাপনি আয়োজনের প্রথমে অএ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এক বিশাল র‍্যালির শেষে বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক, গভর্ণিং বোর্ডের সদস্য ও ছাএ-ছাএী। শহীদ মিনারে পুষ্প অর্পণের পর শুরু হয় শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি ও বিজয়ের দৃশ্যপটের প্রতিযোগিতা। উক্ত আয়োজনের শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন