মোঃ মাজেদুল ইসলাম: লালমনিরহাট জেলার অন্তর্গত হাতীবান্ধা থানাধীন বড়খাতার প্রাণকেন্দ্রে অবস্থিত আব্দুল হামিদ মডেল স্কুলে বাঙালি জাতির গৌরবময় দিন 16 ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৯ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসটি শুরু করেন। পরে অত্র বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের সামনে বঙ্গবন্ধু ও 16ই ডিসেম্বর এর তাৎপর্য সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুলার রহমান মিঠু।আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে বড়খাতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সেই সাথে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মুখে ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়েছিল শহীদের রক্ত বৃথা যেতে দিব না। সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্র-ছাত্রীরা পুনরায় স্কুলে এসে একত্রিত হন এবং ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য ও বিজয় দিবস উপলক্ষে স্কুলের পক্ষ থেকে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সহকারী প্রধান শিক্ষক নূর কুতুব উল আলম শাকিল এর সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে পরিসমাপ্তি ঘটে।