প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদঃ

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্য জাতীয় কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে খাজাবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

হাডুডু খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন মথুরেশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ ঘোষ বাবুর নেতৃত্বে (খাজাবারিয়া উজয়মারি) বনাম ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জিএম আব্দুল জলিল (প্যানেল চেয়ারম্যান ২) এর নেতৃত্বে দুদলী গ্রামের বাছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে মনোমুগ্ধকর খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে ৮ নম্বর ওয়ার্ডের অধিনায়ক সাংবাদিক জিএম মামুন এবং ৭ নম্বর ওয়ার্ড এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেনের হাতে পুরস্কার তুলে দেন।

খাজাবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মমিনুর রহমান, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি নাসির বাবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ গাইন, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি সহ খাজাবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন