প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ও সহধর্মী‌নি ফের‌দৌসী ইসলাম স্বতন্ত্র এম‌পি প্রার্থীদ্বয়ের শ্রদ্ধাঞ্জলি নি‌বেদন

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদী-৩ শিবপুর আস‌নের স্বতন্ত্র এম‌পি প্রার্থী ও সা‌বেক এম‌পি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ও সহধর্মীনি শিবপুর উপ‌জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি স্বতন্ত্র এম‌পি প্রার্থী ফের‌দৌসী ইসলাম , মুক্তিযোদ্ধা ,উপ‌জেলা আওয়ামী যুবলীগ সভাপতি তাজুল ইসলাম মোল্লা ,উপ‌জেলা ছাত্রলীগ , মহান বিজয় দিব‌স ১৬ই ডিসেম্বর উপলক্ষে উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গ‌নে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন ক‌রেন । এছাড়াও শিবপুর উপজেলায়
প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে বিজয় দিবস উপলক্ষে , আলোচনা সভা, দোয়া মাহফিল, খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহায্য সহযোগিতায় এগিয়ে রয়েছেন সাবেক এমপি ও স্বতন্ত্র এমপি প্রার্থী বিশিষ্ট দানবীর আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুরবাসীর দাবি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা শিবপুরের অভিভাবক হিসাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তাহার নিকট থেকে আমরা সর্বসময় সাহায্য সহযোগিতা ও ব্যক্তিগত অর্থ থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চাওয়ার সাথে সাথেই পেয়ে যাই। আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা শিবপুরের অভিভাবক হিসেবে দায়িত্ব পেলে আমরা সর্ব দিক দিয়ে শান্তিতে পাব। আমরা আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি ,আল্লাহ যেন সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে শিবপুর উপজেলা জনসাধারণের অভিভাবক হিসেবে দায়িত্ব দেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন