প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, রংপুর বিভাগীয় কমিটির বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন

শিল্পী আক্তার রংপুরঃ

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৩০ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা অর্জিত হয়। মহান বিজয় দিবসে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তরক অর্পণ করেন আমরা”বীর মুক্তিযোদ্ধার সন্তান”। বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রংপুর বিভাগীয় কমিটির সদস্যরা।

সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান শারমিন বলেন, অসংখ্য শহীদ মুক্তিযোদ্ধাদের আত্ম হুতি আর বীরাঙ্গনাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করাটা আমাদের কর্তব্য। আজকের এই বিজয়ের দিনে আমরা শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছি। আজীবন কৃতজ্ঞতা থাকবে তাদের জন্য।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন