প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেবহাটায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত আসামি গ্রেপ্তার

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটায় এক শিশু (৫) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজগর আলী (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজগর আলী উপজেলার শিমুলিয়া গ্রামের মতি রহমানের ছেলে।
রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে দেবহাটা থানার এস, আই নূরনবী সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এর আগে খাবার দেয়ার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে আজগর আলী শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় উল্লেখ করে শুক্রবার রাতে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিমের মা । সেই থেকে পলাতক ছিল অভিযুক্ত আজগর আলী।
ভিকটিমের পরিবার জানায়, গত বৃহষ্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শিশুটিকে খাবার দেয়ার নাম করে পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায় তাদের প্রতিবেশি রাজমিস্ত্রি আজগর আলী। এক পর্যায়ে সে শিশুটিকে একা পেয়ে জোর পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। বাড়ি ফেরার পর শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে তাকে প্রশ্ন করলে বিষয়টি মা সহ পরিবারের সদস্যদের জানায় শিশুটি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন