মোঃ নাহিদ হাসান স্টাফ রিপোর্টারঃ পাবনা-৪ ঈশ্বরদী -আটঘরিয়া আসনের নৌকার মাঝি ও গণমানুষের নেতা তারুণ্যের প্রতীক গালিবুর রহমান শরিফ এর সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ)আইন সহায়তা ফাউন্ডেশনের মানবাধিকার কর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন, প্রধান কার্যালয়ের মোহাম্মদ নাহিদ হাসান সমন্বয়কারী ও কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান মামুন।পাবনা-৪ আসনের নৌকার মাঝি গালিবুর রহমান শরিফ মতবিনিময় কালে বলেন ঈশ্বরদী ও আটঘরিয়ার জনগণ উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আমার বাবা যেমনভাবে ঈশ্বরদী আটঘরিয়া মানুষের উন্নয়নে পাশে থেকেছেন ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ ঠিক তেমন আমার পাশে থাকবে এবং জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিবেন।
আমি যদি নির্বাচিত হতে পারি আমার বাবার আদর্শে ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।