আগামী ৭ জানুয়ারির আগ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। নির্বাচনে প্রতিযোগিতার দৃষ্টান্ত রাখতে ২ দল মাঝে মধ্যে আলোচনায় বসবে বলেও জানান এই নেতা।
শনিবার (১৬ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আসন্ন দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট মহাজোট করার সুযোগ নেই জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, এতে আস্থা নেই; বিশ্বাসও করি না।
ক্ষমতাসীনদের সঙ্গে শুধু আসনের ইস্যুতে বৈঠক হচ্ছে না জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও ভোটাররা যেন ভোটকেন্দ্রে আসতে পারে এসব বিষয়ে বেশি জোড় দেওয়া হচ্ছে।