প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবিরের বিজয় র‍্যালিতে পুলিশের ধাওয়া

৫৩তম বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর থেকে এই র‍্যালি শুরু হয়। তবে র‍্যালির শেষদিকে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ছাত্রশিবিরের কর্মীদের ধাওয়া দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। সেই সঙ্গে পুলিশ ১১ জনকে আটক করে নিয়ে যায় বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

এদিন বিজয় দিবসের বর্ণাঢ্য এই র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম এ জামান এবং সেক্রেটারি সালাহ উদ্দীন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন