প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

৫৩তম মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ঢাকা সেনানিবাসে মুক্তিযুদ্ধের সম্মানী বিজয়ের প্রতীক ক্রষ্ট ও উওরীয় প্রদান

মোঃ মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধিঃ

৫৩তম মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে ঢাকা সেনানিবাসে মুক্তিযোদ্ধাদের সন্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ৭১এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীন পিএসসি কে বিজয়ের প্রতীক ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল শফি উদ্দীন আহমেদ।

এই বীর মুক্তিযোদ্ধার বিরল সন্মাননায় মনোহরদী-বেলাবোর সর্বষ্তরের জনগণ আনন্দিত ও গর্বিত। নরসিংদী জেলা মনোহরদী উপজেলা শুকুন্দী ইউনিয়ন নারান্দী গ্রামে এই বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল অবঃ জয়নুল আবেদীন সাহেব জন্মস্থান। এজন্য মনোহরদী -বেলাববাসী আজ ধন্য ও গর্বিত। উনি হলেন সততা ও আর্দশের প্রতীক একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা । জয়নুল আবেদীন সাহেব আর্দশে সাথে একমত পোষণ করছেন শত শত উনার ভক্ত জনসাধারণ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন