প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কিশোরগঞ্জে মহান বিজয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোঃ দেলোয়ার হোসেনঃ নীলফামারীর কিশোরগঞ্জে রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গনে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অত্র মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ মোজাফফর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শিক্ষিকা, দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীরা। পরে, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন