প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বরুড়া থানা পুলিশ কর্তৃক মাদক চাষী গ্রেফতার-১

হাজী মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

১৫/১২/২০২৩খ্রিঃ বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মীর রেজাউল ইসলাম এর সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ)/আলী মর্তুজা, এএসআই(নিঃ)/মোঃ মতিউর রহমান ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন ১১নং গালিমপুর ইউপিস্থ গালিমপুর সাকিনে ০৫নং ওয়ার্ডের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে ১৫/১২/২০২৩খ্রিঃ তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় পেয়ারা বেগম (৪৫), স্বামী-সেলিম, মাতা-তাহেরা বেগম, সাং-গালিমপুর, থানা-বরুড়া, জেলা- কুমিল্লাকে অবৈধভাবে চাষ করা ৩০টি গাঁজার গাছ (ডাল পালা ও শিকড় সহ) যাহার প্রতিটি যথাক্রমে অনুমান ৪৮ হইতে ৮৪ ইঞ্চি লম্বা সহ গ্রেফতার করা হয়।

পলাতক আসামী সবুজ (২৫) দীর্ঘদিন যাবৎ ধৃত আসামী পেয়ারা বেগম (৪৫)এর নিকট হইতে মাদকদ্রব্য গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) ক্রয় করিয়া বরুড়া সহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। উক্ত ঘটনায় বরুড়া থানার এসআই/মোঃ আলী মর্তুজা বাদী হয়ে এজাহার দায়ের করলে বরুড়া থানার মামলা নং-১৪, তারিখ- ১৫/১২/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৮(ক)/৪১ রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন