প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আমরা মানুষ

এস এম আলমগীর চাঁদ

আমরা মানুষরা অন্যদের উপদেশ দেওয়াটা উপভোগ করি কিন্তু কারো কাছ থেকে উপদেশ গ্রহণ করতে বিরক্তবোধ করি।
আবার আমরা অন্যদের যে পরিমাণ উপদেশ প্রদান করি তার বিন্দু পরিমাণ ও নিজেদের কর্মক্ষেত্রে পালন করিনা।
আমরা যেকোনো ব্যক্তি বা তার পরিবার নিয়ে সমালোচনা করতে আনন্দ পাই কিন্তু যখন সেটা আমাদের নিজের বেলায় ঘটে তখন আমাদের খারাপ লাগে।
আমরা অন্যের ফিলিংস অনুভূতি নিয়ে হাসি-ঠাট্টা করি।
কিন্তু আমাদের ফিলিংস নিয়ে কেউ এরকম করলে আমরা সেটা মেনে নিতে পারিনা,
সহ্য করতে নিতে পারিনা।
আমরা মানুষরা স্বপ্ন দেখাতে অভ্যস্ত,
আবার সেই স্বপ্ন ভাঙতেও জানি খুব দ্রুত।
কথা দিয়ে কথা না রাখাটাতে আমরা নিজেদের কোনো অপরাধ খুঁজে পাই না।
কিন্তু যদি কেউ আমাদের দেয়া কথার খেলাপ করে তাহলে কলিজা ব্লে*ড দিয়ে কুঁ*চি কুঁ*চি করে কা*টার মত যন্ত্রণা অনুভব করি।
আমরা আমাদের আশেপাশের মানুষের গায়ের রঙ, উচ্চতা কিংবা শারিরীক গঠন নিয়ে বিদ্রুপ করি।
কিন্তু আমাদের ক্ষেত্রে এমনটা হলে রেগে ফুঁ*সে ওঠি।
আমরা খুব ভালোবাসতে জানি আবার এই আমরাই
অতি সহজে ভালবাসার জায়গা বদল করে ফেলতে পারি।
কিন্তু সেটা আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত অপরাধ মনে হয় না যতক্ষণ না কেউ আমাদের জায়গা টা বদলে দিয়ে সেই জায়গায় অন্য কাউকে বসিয়ে দেয়।
আমরা যে কারোর উপর অন্যায়ভাবে ক্ষ*ম*তা প্রদর্শন করাতে কিংবা কর্তৃত্ব দেখানো তে নিজেদের কোনো দোষ খুঁজে পাই না।
তবে আমাদের সাথে কেউ ক্ষ*ম*তার অপব্যবহার করলে আমরা তাদের মা*ন*ব*তা বি*দ্বে*ষী উপাধিতে
ভূষিত করতে দ্বিধাবোধ করিনা।

আমরা মানুষরা অন্যের সমস্যা খারাপ লাগা দুঃখ কষ্ট ততক্ষণ বুঝি না,
যতক্ষণ না সেই সব আমাদের নিজেদের জীবনে ঘটে।
অথচ আমরা বিবেক বুদ্ধিসম্পন্ন সৃষ্টির সেরা জীব!!

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন