প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় আট হাজার ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বুলবুল নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁয় সাবানের ভিতরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ৮ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ বুলবুল আহম্মদ(৩৬) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ১০টায় নওগাঁ সদর উপজেলার চকমুক্তার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলার পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বুলবুল আহম্মদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতেন। তাকে নজরদারিতে রাখা হয়েছিল। আরো জানা যায়- গোপন সংবাদে ভিত্তিত্বে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে বুধবার রাত ১০টায় নওগাঁ শহরের চকমুক্তার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্লাস্টিকের একটি বস্তায় লাক্স সাবানের প্যাকেটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধারসহ বুলবুল আহম্মদকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহন করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন