মেহেরুল ইসলাম মোহন:নাটোর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম জমা দিলে তা বাতিল হওয়ায় আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লেঃ কর্নেল রমজান আলী সরকার(অবঃ)। বৃহস্পতিবার(১৪ই ডিসেম্বর-২৩)নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল ও নিষ্পত্তিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। উল্লেখ্য যে, গত ৪ ডিসেম্বর-২৩ নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া নাটোর-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে মৃত ব্যক্তির স্বাক্ষর করায় রমজান আলী সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বলে জানা গেছে। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।