প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আপিল করে নাটোর-১ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লেঃ কর্নেল রমজান আলী সরকার

 মেহেরুল ইসলাম মোহন:নাটোর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম জমা দিলে তা বাতিল হওয়ায় আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লেঃ কর্নেল রমজান আলী সরকার(অবঃ)। বৃহস্পতিবার(১৪ই ডিসেম্বর-২৩)নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল ও নিষ্পত্তিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। উল্লেখ্য যে, গত ৪ ডিসেম্বর-২৩ নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া নাটোর-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে মৃত ব্যক্তির স্বাক্ষর করায় রমজান আলী সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বলে জানা গেছে। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন