প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বটিয়াঘাটায় নবাগত ইউএনও’র নেতৃত্বে মহান বিজয় দিবস পালনে সকল প্রস্তুতি সম্পন্ন

মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনা: খুলনা বটিয়াঘাটা উপজেলার সদ্য যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি শরীফ আসিফ রহমান মহান বিজয় দিবস ২০২৩ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্প্রতি বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মহান মুক্তিযুদ্ধের শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্বরণ করেন। বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সকল দপ্তরকে আহবান জানান। তিনি আরও বলেন,জাতির জীবনে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে মহান বিজয় দিবস। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসুচি হলো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা এবং গল্লামারী সৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান কতৃক জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন,পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিষয় দিবসের আলোচনা। দুপুর ১২ টায় ইউএনও এবং উপজেলা পরিষদ একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। বাদ যোহর বিশেষ মোনাজাত ও প্রার্থনা। দুপুরে উন্নত মানের খাবার বিতরণ। সন্ধ্যা ৬ টায় প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস সুন্দর ও জাঁকজমকপূর্ণ ভাবে পালনের জন্য সকলের মতামতের ভিত্তিতে ১৭ টা উপ-কমিটি গঠন করেন। কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস,উপদেষ্টা খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। বিজয় দিবস সকল প্রস্তুতি সম্পন্ন এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন,বিজয় দিবস পালনে প্রায় সব প্রস্তুতি ইতি মধ্যে সম্পন্ন করেছি। এজন্য দিবসটি পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন