প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

শরিকদের ৭ আসন ছাড় দিচ্ছে আওয়ামী লীগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদের আপাতত সাতটি আসন দেবে আওয়ামী লীগ। এর মধ্যে জাসদকে ৩টি, ওয়ার্কার্স পার্টিকে ৩টি এবং জেপিকে দেয়া হবে ১টি আসন। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এ তথ্য জানিয়েছেন।

আমীর হোসেন আমু জানান, কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ ও বগুড়া-৪ আসন জাসদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে ওয়ার্কার্স পার্টিকে দেয়া হচ্ছে, বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসন। আর পিরোজপুর-২ আসন পাচ্ছে জেপি(মঞ্জু)। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামীকাল। তবে জোটের শরীক তরিকত ফেডারেশনকে এবার কোন আসন দেয়া হয়নি।

এর আগে গেল রোববার সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের নেতারা।

উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। পরদিন ১৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন। আর নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন