প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়- বাংলা -৭১ লীগের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা

মোঃ খাইরুজ্জামান সজিব, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন জয়- বাংলা-৭১ লীগের কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত-১২/১২/২০২৩ ইং রোজ মঙ্গলবার এতে সভাপতি হন, শেখ নাজমুল হক হানিফ ও সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ ও কার্যকারী সভাপতি মোঃ মাহাবুর রহমান সহ- ৩৪ বিশিষ্ট কমিটি ঘোষনা হয়।

এ কমিটি সারা দেশে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সারা দেশে পর্যায় ক্রমে জেলাও মহানগর কমিটি দেবেন বলে জয়- বাংলা-৭১ লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার – সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ খাইরুজ্জামান সজিব বিশেষ এক বিবৃতিতে জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন