প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

এইদিনে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদেরঃ মেমং মারমা

মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়ি জেলার গুইমারায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে সকালঃ- ৯:০০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকালঃ-৯:১০ মিনিটে শহীদ বুদ্ধিজীবিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সকালঃ-০৯:৩০ মিনিটে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাথোয়াই চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুইমং মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মীর, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শিল,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আনন্দ সোম, সভাপতি মোঃ রেজাউল করিম শুভ, সাধারণ সম্পাদক সাচিং মারমা সহ গুইমারা উপজেলা ও তিন ইউনিয়নের নেতা কর্মী বৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য বক্তারা বলেন, এইদিনে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ১৯৭১সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। একাত্তরে ত্রিশ লক্ষ লোক শহীদ হন। এদের মধ্যে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন