প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ধুনটে পুলিশের অভিযানে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার দুই

আতিকুল ইসলাম আতিক (ধুনট) বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।গত বুধবার (১৩ই ডিসেম্বর) রাতি অনুমান ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপ – পরিদর্শক (এসআই) মোঃ মনজুরুল মোর্শেদ, এএসআই আশরাফুল ইসলাম, অভিযান চালিয়ে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে গাঁজা ব্যবসায়ী আয়নাল হক (৫৫) কে তার নিজ বাড়ি পশ্চিম পাশে বাঁধের উপর থেকে ১০০ গ্রাম গাঁজা সহ তাহাকে গ্রেপ্তার করে। অপরদিকে ধুনট থানার উপ- পরিদর্শক (এসআই )মোঃ মোস্তাফিজুর রহমান, অমিত বিশ্বাস, এএসআই আব্দুল কুদ্দুস গোপন সংবাদের ভিত্তিতে রাতি অনুমান ৮ টার দিকে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ইসহাক আলী সেখ এর ছেলে গাঁজা ব্যবসায়ী পাশা সেখ (৪৮),কে তার নিজ বাড়ি থেকে ৪০০ শত ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ।দুই ব্যক্তি বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে  বিক্রি করতো। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান জানান, গ্রেপ্তারকৃত দুই গাঁজা ব্যবসায়ীকে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে আদালতের মাধ্যমে  বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন